বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ মে ২০২৪ ১২ : ৪১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কাকদ্বীপের সভা থেকে ফের একবার মোদির নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তোষণ অভিযোগ তুলে জনবিন্যাস বদল নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করে মোদি বলেন, ‘তৃণমূল রাম মন্দিরকে অপবিত্র বলে। এমন দল বাংলার সংস্কৃতি রক্ষা করতে পারবে না। তুষ্টীকরণের জন্য সংবিধানের উপরও হামলা চালিয়েছে তৃণমূল। আমাদের সংবিধান দলিতদের সংরক্ষণ দিয়েছে। কিন্তু বাংলায় তার লুট হয়েছে। মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওবিসিদের অধিকার কেড়ে মুসলিমদের দেওয়া হচ্ছে। কলকাতা হাই কোর্ট রদ করেছে। তৃণমূল এই নির্দেশ মানতে বাধ্য। কিন্তু মুসলিমদের মিথ্যা বলছে। তুষ্টিকরণেক জন্য এরা যে কোনও সীমা লঙ্ঘন করতে পারে। তৃণমূল বাংলায় অনুপ্রবেশকারীরা নিয়ে আসছে। মতুয়াদের থাকতে দিতে চাইছে না। এই তিন কেন্দ্রে জনবিন্যাস বদলে গিয়েছে। চার জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে। মতুয়া সমাজ এবং নমশূদ্র সমাজ নিজেদের অধিকার পাবেন। সকল শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ’
তৃণমূল বাংলার অস্তিত্ব নষ্ট করতে চাইছে। অভিযোগ মোদির। তিনি বলেন, ‘তৃণমূল মঠ এবং সন্তদের অপমান করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্তদের অপমান করে গালিগালাজ দেয়। তৃণমূলের গুণ্ডারা এই সব মঠে হামলা চালাচ্ছে।’
তৃণমূলকে আক্রমণ করে মোদি আরও বলেন, ‘আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, ‘বাংলায় এটা হতে দেবে না’। কেন্দ্র সরকার মৎস্যজীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দেওয়া হয়েছে। তৃণমূলের মানুষের জন্য কিছু কোনও সহানুভূতি নেই। শুধু ওদের তোলাবাজ এবং কাটমানি নিয়েই ওদের যত ভাবনা। তৃণমূলের সব কাজে কাটমানি চাই। বাচ্চাদের মিডডে মিলেও কাটমানি চাই ওদের।’
তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ করে মোদি বলেন, ‘তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা ক্ষেপে গিয়েছে। ওদের কাছে একটাই অস্ত্র— ‘এটা হতে দেবে না’। বিকাশের জন্য মোদি যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না।’